চাচাতো বোন যখন আদুরে বৌ পর্বঃ ৫

 




চাচাতো বোন যখন আদুরে বৌ

পর্বঃ
কিছুক্ষন পর সবাই খেতে বসলো,,, অনিশা আর আকাশ একটু লজ্জায় পাইতেসিলো
তখন ই আম্মু বললো,,,,,,
আম্মু:কালদিন পরে তোদের বিয়ে,,
আকাশ:আম্মু এতো তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবোনা,,,
আম্মু:আসলে কাল তোর চাচা চাচির মৃত্যু বার্ষিকী তাই কাল দিন পরেই তোদের বিয়ে দিতে চাইতেসি,,,
আব্বু:হুম তোরা আজকে গিয়ে শপিং করে আয়,,,
অনিশা:ঠিক আছে আব্বু,,,,
আকাশ:ওই অনিশা এতো লাফাস কেনো,, 😒
আব্বু:তুই চুপ কর,, আমার আম্মাজান রে গালি দেশ কেনো,,,
অনিশা:জানো ছোট আব্বু তোমার ছেলে আমায় দেখতেই পারেনা (ন্যাকামি ভাব নিয়ে)
আব্বু:ওই আকাশ ওকে জানি আর কিছু বলসনা,,
আম্মু:হুম এতো সুন্দর মেয়েকে তুই গালি দেশ ক্যামনে,,
আকাশ:হুম আমারই ভুল হয়ে গেসে,,,,
সবার খাওয়া দাওয়া শেষ,,,,
আব্বু: আমি অফিসে গেলাম,,
আম্মু: যাও,, দেখে যেও,,,
আব্বু:হুম,,,আমার আবার অনেক কাজ করতে হইবে,,,
আকাশ:বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলো,,
অনিশা:আজ তো আমি অনেক খুশি আমার ভালোবাসা কে আপন করে পাবো,, কিন্তু ওই শয়তান টা জানি কেমন,,
আকাশ: ওই রাকিব কেমন আছিস তোরা,,
রাকিব: দোস্ত ভালো আছি,
ইমরান:দোস্ত আয় আড্ডা দেই,,
আকাশ:তোদের একটা কথা বলার ছিলো,,,
রাকিব:মামা কি বলবি বল,,
আকাশ:আসলে হইসে কি,,
ইমরান:বল দোস্ত কি হইসে,,
আকাশ:আমার আর অনিশার বিয়ে কাল দিন পর
তোরা সবাই আসিস,,,,
রাকিব:কস কি মামা,,, তলে তলে এইটা
আকাশ:আরে না আব্বুর জোড়াজুড়িতে,,,
ইমরান:বুঝি বুঝি,,,
আকাশ: যাইহোক এখন আমি যায়,,
বিকালের দিকে,,,
অনিশা:আকাশ চলো শপিং এ যাবো,,,
আকাশ:যা আমি আসতাসি,,,
অনিশা:রেডি হইতে গেলো,, যে
আকাশ:ওই শাকচুন্নি,,, না না আম্মু আছে,, ওই অনিশা তাড়াতাড়ি আয়,,
অনিশা:দাড়াও,,,,
তারপর অনিশা নিচে নামতে লাগলো,,,
আকাশ:হায়রে আমি তো ক্রাশ খাইলাম,, এইটা কেডা,, কালো শাড়ি,, পরে আছে চুল গুলা ছেড়ে দেওয়া,,ওহ জাস্ট অসাধারণ,,, সত্যি পরি নাইমা আসতাসে,,,
অনিশা:ওই কি দেখো ওমনে,,,,
আকাশের যেন হুস ফিরলো,,,
আকাশ: না তোকেই দেখ্লাম পেত্নী পেত্নী লাগে,,,
অনিশা:যা বান্দর,,, ছোট আম্মু তোমার গুণধর ছেলে আমায়, পেত্নী বলে 😒😒
আম্মু: আকাশ দেখতো পরীর মতো লাগতাসে,, আর তুই কিনা কি বলস,
অনিশা:তোমাকে না অনেক সুন্দর লাগতাসে,,,
আকাশ:চল তাড়াতাড়ি,,,
অনিশা:চলো,,
আম্মু:কিরে অনিশা খুব ভাব হয়ে গেছে তুই থেকে তুমি,,,
অনিশা:লজ্জা পেয়েবলে তুমিও না,, থাকো,,
আকাশ: গাড়ি তে ওঠেক,,,
অনিশা:আমি না রিকশায় যাবো তোমার সাথে,,,
আকাশ:আমি পারবোনা,,,
অনিশা:সোনা বাবু চলোনা,,
আকাশ:ঠিক আছে,,
তারপর দুইজন ই রিকশায় উঠলো,,,আকাশ একটু একসাইড এ বসে আসে,,,
অনিশা:তুমি তো পইড়া যাইবা জান আসো আমার কাসে,, ei🫡বলে আকাশের হাত টান দিয়ে নিজের সাথে আষ্টে পিষ্টে ধরে রাখলো,,,
আকাশ:না এই মেয়ের দেখি কেমন জানি,,,
তারপর শপিং এ গেলো,, দুইজন ই,,,,,
চলবে,,,,
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url