চাচাতো বোন যখন আদুরে বৌ পর্বঃ ৬

 





চাচাতো বোন যখন আদুরে বৌ

পর্বঃ
তরপর শপিং শেষ হইলে বাড়িতে যাওয়ার জন্য আবার দুইজন এই রিকশায় উঠে,,
অনিশা:আকাশ তোমার কি বিয়েতে মত নেই,,
আকাশ:এইরকম কেনো মনে হলো,,,
অনিশা:তুমি যে মনমরা হয়ে বসে আছো,,, যে
আকাশ:না তোর মত থাকলে আমার কোনো আপত্তি নেই,, তুই অতটাও খারাপ না,,,
অনিশা:খুশি হয়ে আকাশের গালে ekta😒চুমু দিলো,,
আকাশ:এই কি করলি তুই,,
অনিশা:আমার বাবুটাকে চুমু দিলাম একটু,,
আকাশ:ফাইজলামি বন্ধ কর,,
তারপর ওরা সবার জন্য শপিং করে বাড়িতে ফিরলো,,,,
পরের দিন আকাশ রা অনেক মানুষকে দাওয়াত করে খাওয়া দাওয়া করাইলো অনিশা এর আব্বু আম্মু এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে,,,
রাতে অনিশা ছাদে মন খারাপ করে দোলনায় বসে আছে,,,
তখন আকাশ অনিশা কে রুমে না পেয়ে ছাদে চলে গেলো,,,
আকাশ:অনিশা তুই এইখানে কি করিস,,
অনিশা:এমনি ভালো লাগতেসেনা,,,
আকাশ:মন খারাপ আমার পাগলিটার,,
অনিশা:তো অবাক হয়ে আকাশের দিকে চাইয়া আছে
আকাশ:মুখ বন্ধ কর মশা ঢুকবে,,
অনিশা:কি বললে,,
আকাশ: অনিশা এর সাথে দোলনায় বসে আছে,,, জানোস অনিশা আমি না তোকে ছোট বেলা থেকেই ভালোবাসতাম কিন্তু এখন বলতে পারিনা,,
অনিশা:ওহ তোমার মনে এই ছিলো তবে,,,
আকাশ:হুম,,,, I love you tanisaha,,
অনিশা:I love you akasah,, আনিশা এর চোখে পানি চলে এসেছে,,
আকাশ:কাঁদো কেনো,,
অনিশা:খুশির কান্না,, যে
আকাশ:অনিশা কে বুঁকের ভিতরে জড়িয়ে ধরলো,,, অনিশা তুমি না অনেক সুন্দর আমাকে একটা পাপ্পি দিবা
অনিশা:যা ফাজিল,,
আকাশ:আমার সোনা বউ,, প্লিস
অনিশা:আকাশের গালে একটা গভীর চুমু দিলো,,, অনিশা এর নিঃশাস ঘন হয়ে এসেছে,,,
আকাশ: না সোনা একটা লিপ কিস দাও,,,
অনিশা: আমি পারুমনা,,,
আকাশ: তুমি না পারলে আমার কি আমি তো পারি,,,,
চলবে,,,,,,,,,
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url