চাচাতো বোন যখন আদুরে বৌ পর্বঃ ৪
চাচাতো বোন যখন আদুরে বৌ
পর্বঃ ৪
আকাশ:চুপ থাক পেত্নী,,,
অনিশা:তুমি এমন করো কেনো আকাশ,,,
আকাশ:ওই তোকে কি ভুতে ধরছে নাকি,,,
অনিশা:আমি তো ঠিক ই আছি,, তুমি এই কথা বললে কেনো
আকাশ:তুই আমাকে তুমি কইরা কেনো বলস,,,
অনিশা:ওহ তুমি তো আমার ভবিষ্যত বড় 
,, তাই আর কি,,


আকাশ:আকাশ বইন আমার তুই চুপ থাক,,
অনিশা:আমাকে আর বোন বলবানা,,
আকাশ:বোন কে বোন বলবোনা তো কি বলবো,,,
অনিশা:(এই বান্দর আমি ছোট থেকে ভালোবাসি আর এই বান্দর আমাকে বোন ভাবে ওহ 

মনে মনে )কেন বউ তো বলতে পারিস,,,



আকাশ:শাকচুন্নি চুপ থাক,, আব্বু না বললে তোকে আমি জীবনেও করতামনা,,,
অনিশা:করবে তো এখন,, যাইহোক তোমার মোবাইল টা দেও তো,,,
আকাশ:কি করবি,,,
অনিশা:তোমার মতো লুইচ্ছা পোলাপাইন কয়টা মেয়ের সাথে কথা বলে সেটাই দেখবো,,,
আকাশ:তোর মতো না,, এই যে নে আর আমার রুমে দিয়ে আসিস,,,
আকাশ চলে যায় রুম থেকে,,,
অনিশা:না আমার জান তো কারো সাথে কথা বলেনা,,,
অনিশা আকাশের রুমে যায়,,
অনিশা:ওই আমার সোনা তুমি কোথায়,,,,
আকাশ:ওই বান্দর ঐভাবে ডাকবিনা আমি বাথরুমে,,
অনিশা:তোমার মোবাইল টা রেখে গেলাম,,,
আকাশ মনে করসে অনিশা রুম থেকে চলে গেসে তাই টাওয়াল পরেই রুম থেকে বের হয়,,,
আকাশ:ওই চুন্নি তুই যাসনাই কেনো,,
অনিশা:আমার বাসা আমি যেখানে ইচ্ছা সেখানে থাকবো তুমি বলার কে,, তোমাকে না খুব হট লাগতেসে,,
আকাশ:ফাইজলামি করিসনা যা এইখান থেকে,,,
অনিশা:আচ্ছা যাইতাসি,, আর বিকাল এ আমায় ঘুরতে নিয়া যাইবা,,,
আকাশ:পারুমনা আমি,,,
অনিশা:তাইলে আমি ছোট আব্বুকে বলে দেই,,
আকাশ: না না,, আচ্ছা নিয়ে যাবনি,,,,
তারপর অনিশা চলে গেলো,,,
কিছুক্ষন পর সবাই খেতে বসলো,,, অনিশা আর আকাশ একটু লজ্জায় পাইতেসিলো
তহন ই আম্মু বললো,,,,,,
চলবে,,,,,,,