চাচাতো বোন যখন আদুরে বৌ পর্বঃ ১
চাচাতো বোন যখন আদুরে বৌ
পর্বঃ ১
অনিশা: ওই আকাশ ১১টা বাজে আর
কতক্ষন ঘুমাবি,,,
আকাশ: সকাল সকাল কানের মাথা খাইসনা তো যা এইখান থেকে 



অনিশা:আরে আমার বাবুটা রাগ করে কেন
আকাশ:আমি তোর কোন জন্মের বাবু হই,,
আমার ঘুম টার ১২ টা না বাজাইলে তোর শান্তি হয়না?
অনিশা:বড় আব্বু তোকে ডাক তেসে,, তোর ইচ্ছা হইলে আয় নইলে ঘুমা,, আর শোন তোর মতো বান্দর রে আমার ডাকতে বইয়া গেসে(ভেংচি কেটে বলল কথাটা)
আকাশ:(আব্বু ডাক তেসে না গেলে মেরে তক্তা বানায়া ফেলবে মনে মনে ভাবতেসে)
যা তো এইখান থাইকা শাকচুন্নি কোথাকার
আনিশা:ওই শয়তানের নানা তুই আমাকে কি বল্লি,, তোরে তো আমি দেইখা নিবো,,
এই বলে চলে গেলো,,
আকাশ:যাই ফ্রেশ হয়ে নিই,,
(আপনাদের আমার পরিচয় দেই আমি আকাশ আমার আব্বু আম্মুর একমাত্র আদরের সন্তান আর অনিশা আমার চাচাতো বোন ছোট বেলায় ওর আম্মু আব্বু এক্সিডেন্ট এ মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়িতেই থাকে আমি আর অনিশা ইন্টার ফাস্ট ইয়ার e পড়ি
আমার আব্বুর অনেক বড় ব্যাবসায়ী)
আকাশ: যাই হোক ফ্রেশ হয়ে নিচে গেলাম
সবাই আমার জন্য অপেক্ষা করতাসে
আব্বু: আকাশ তোর সাথে একটা কথা ছিলো,,
আকাশ:বলো আব্বু কি বলবা,,
আব্বু: তাইলে শোন,,
আব্বু যা বলল আমি শুনে তো পুরাই অবাক,,,,,
চলবে,,,,,,,,,